সংবাদ শিরোনামসব সংবাদ

দণ্ড কার্যকরের অপেক্ষায় গণজাগরণ মঞ্চ

03শাহবাগ থেকে: শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন শাহবাগে বিপুল সংখ্যক সাধারণ জনতা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের সমাবেশে যোগ দিচ্ছেন তারা।

শনিবার (২১ নভেম্বর) রাত ১১টায় গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে যোগ দিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল নিয়ে আসছেন সাংস্কৃতিক কর্মীরাও।

সেখানে রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকরের জন্য বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছেন তারা।

এক প্রতিক্রিয়ায় কবি শিমুল চৌধুরী ধ্রুব বাংলানিউজকে বলেন, তাদের বাঁচার যখন এতোই ইচ্ছা তাহলে একাত্তরে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল কেন? তারা প্রাণভিক্ষা পাবে কেন?

শাহবাগে গণজাগরণ মঞ্চ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীও রয়েছে কড়া পাহারায়।

ফাঁসির দণ্ড কার্যকরের খবরেও রাজধানী বাসীর মধ্যে আতঙ্ক নেই। বিভিন্ন স্থান থেকে জনতা আসছেন শাহবাগ চত্ত্বরে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিজান মাহমুদ মিরপুর থেকে এসেছেন শাহবাগে। তিনি বলেন, মিরপুর থেকে আসার পথে দেখেছেন যান চলাচল স্বাভাবিক অবস্থা।

শাহবাগে রাত ১১টার দিকেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চাকুরীজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, যে সকল অপরাধ তারা করেছেন, তা ক্ষমার অযোগ্য।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল হোসেন বাংলানিউজকে বলেন, রাজধানীজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.