সংবাদ শিরোনামসব সংবাদ

যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বন্ধ করলেও আমাদের কোনো ক্ষতি হয়নি : বাণিজ্যমন্ত্রী

19বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছে। কিন্তু এতে আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি। কারণ বাঙালি বীরের জাতি। তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে বিশ্বাসী। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমি বিশ্বাস করি ২০২১ সালের আগেই আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবো। তোফায়েল আহমেদ বলেন, আজ বাংলাদেশের ওষুধ শিল্প উঠে দাঁড়িয়েছে। বাংলাদেশে যেখানে এক সময় বার্ষিক ৮০ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো সেখানে আজ আমদানি হয় মাত্র ৩ শতাংশ। তিনি আরও বলেন, আজ আমাদের অনেকগুলো ওষুধ কোম্পানি এফডিএ-এমএইচআরএ-ইইউ-জিসিসি-আনভিসা-টিজিওসহ উন্নত দেশগুলোর বিখ্যাত সনদ লাভ করেছে। এছাড়া এখন ১০৪টি দেশে ওষুধ রফতানি করে ওষুধের আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি। দেশের ছাত্র সংগঠনগুলোর বর্তমান অবস্থা নিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, আমরাও ছাত্র সংগঠন করতাম, দল করতাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাদের সাথে আমাদের সু-সম্পর্ক ছিল। বিভিন্ন ইস্যুতে মতবিরোধ করলেও আমাদের মধ্যে বন্ধত্বপূর্ণ সম্পর্কটাই বেশি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবারে ছিল আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণসহ বিভিন্ন ইভেন্ট। এ ছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবারে রয়েছে র‌্যালী, সেমিনার, জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ সঙ্গিতানুষ্ঠানসহ নানা পরিবেশনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.