শীর্ষ সংবাদসংবাদ শিরোনামসব সংবাদ

হতদরিদ্র মানুষ যেন চিকিৎসা বঞ্চিত না হন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, প্রতিটি মানুষই উন্নত জীবন পাবে আমরা সে চেষ্টা করে যাচ্ছি। সবারই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। হতদরিদ্র মানুষ যেন দেশে চিকিৎসা বঞ্চিত না হন সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাচিপের যারা সদস্য রয়েছেন, তারা জনকল্যাণে কাজ করবেন। সাধারণ মানুষকে সেবা দেবেন। বিশেষ করে সাধারণ মানুষ- হতদরিদ্র মানুষ যেন দেশে চিকিৎসা বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী।

শেষে তিনি স্বাচিপের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক সে কামনা করেন।

নভেম্বর ১৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.