সংবাদ শিরোনামসব সংবাদ

গণজাগরণ মঞ্চের হরতালে সিপিবি’র সর্বাত্মক সমর্থন

cpbসর্বত্র ‘আত্মরক্ষা ব্রিগেড’ গড়ে তোলার আহ্বান

প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চ আহূত আগামীকাল ৩ নভেম্বর দেশব্যাপী হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২ নভেম্বর সকালে মুক্তিভবনস্থ সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি সভা থেকে হরতালে সমর্থন দেওয়া হয়েছে। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, লুৎফর রহমান, মোজাম্মেল হক তারা, অনিরুদ্ধ দাশ অঞ্জন, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, সাদেকুর রহমান শামীম, কে এম রুহুল আমিন প্রমুখ।
সভায় কমরেড সেলিম দেশবাসীকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, সারাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। সংগঠিত হয়ে আত্মরক্ষার ব্যবস্থা জনগণকেই করতে হবে। আত্মরক্ষার জন্য পাড়া-মহল্লা, শিল্প-কারখানা, স্কুল-কলেজ সর্বত্র ‘আত্মরক্ষা ব্রিগেড’ গড়ে তুলতে হবে।
সভায় কমরেড সেলিম আরো বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। সাম্রাজ্যবাদ ও উগ্র সাম্প্রদায়িক শক্তি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য নানা ষড়যন্ত্র চলছে। সরকারের ভূমিকা এখন প্রচ-ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার খুনীদের ধরতে ব্যর্থ হচ্ছে, নাকি সরকার খুনীদের ধরতে চাইছে না? প্রকৃতপক্ষে দেশ এখন বহুলাংশে সাম্রাজ্যবাদ ও উগ্র সাম্প্রদায়িক শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে।
হরতালে রাজপথে থাকবে সিপিবি
আগামীকাল ৩ নভেম্বরের হরতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা-কর্মীরা সারাদেশে রাজপথে থাকবেন। ঢাকায় সিপিবি’র নেতা-কর্মীরা পুরানা পল্টন মোড়, শাহবাগ মোড়, ধানম-ি সাইন্স ল্যাব মোড়, মোহাম্মদপুর টাউন হল, শান্তিনগর মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বরসহ বিভিন্ন জায়গায় রাজপথে অবস্থান নেবেন।
হরতালের সমর্থনে আজ সন্ধ্যায় সিপিবি’র উদ্যোগে থানায় থানায় মিছিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.