সংবাদ শিরোনামসব সংবাদ

ইসির ১০ কর্মকর্তার কাছে চাঁদা দাবি

08ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) ১০ কর্মকর্তার কাছে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়েছে। শাহাদাত বাহিনী নামে এক কথিত প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে ১০ লাখ থেকে ১২ লাখ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে গুলি করে, রগ কেটে রাস্তায় ফেলে রাখবে বলে হুমকি দিয়েছে তারা।

ইসির গণসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু বাংলামেইলকে বলেন, তাকে শাহাদাত বাহিনীর পেট কাটা বাবু নামে একজন ফোন করে বলে, কলকাতাসহ দেশে বিদেশে আমাদের অনেক কর্মীর চিকিৎসা চলছে। এদের চিকিৎসার খরচের জন্য টাকা দিতে হবে। আরজু জানান, তার কাছে ১১ লাখ টাকা চেয়েছে পেট কাটা বাবু।

এছাড়া ইসির অতিরক্তি সচিব মোখলেছুর রহমান, উপসচিব আব্দুল ওদুদ, জ্যেষ্ঠ সহকারী সচিব রাজিব আহসানসহ ১০ কর্মকর্তাকে ফোন করে বিভিন্ন অংকের টাকা চাওয়া হয়েছে বলে জানান তিনি। আরজু আরো জানান, তারা শেরে বাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন, প্রস্তুতি চলছে। এদিকে এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ‍বিরাজ করছে। অনেকে নিশ্চুপ রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.