বিনোদনসংবাদ শিরোনামসব সংবাদ

আইএসের উত্থানে ইরাক যুদ্ধ, ক্ষমা চাইলেন টনি ব্লেয়ার

34ওয়াশিংটন: বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাক যুদ্ধ নিয়ে ভুল গোয়েন্দা তথ্য এবং ভ্রান্ত পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর উত্থানের পেছনে ইরাক যুদ্ধ বলে যে দাবি উঠেছে, সেটা আংশিক সত্য।

বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।  ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পরবর্তী সময়ে যথাযথ পরিকল্পনা নিতে না পারার ব্যর্থতার কারণে অনুশোচনা করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।
টনি ব্লেয়ার বলেন, “আমরা যে গোয়েন্দা তথ্য পেয়েছিলাম, তা ভুল ছিল, এ জন্য ক্ষমা চাইছি। পরিকল্পনায় ব্যর্থতার জন্যও আমি ক্ষমা চাইছি এবং অবশ্যই আমাদের ভুল ছিল সরকারকে সরিয়ে ফেললে কী হবে, সেটা বোঝার মধ্যে।”

সিএনএনের উপস্থাপক ফরিদ জাকারিয়া প্রশ্ন করেন, ইসলামিক স্টেটের উত্থানের পেছনে ইরাক যুদ্ধই মূল কারণ কি না। এর জবাবে ব্লেয়ার বলেন, “আমার মনে হয়, সত্যের উপাদান এটার (ইরাক যুদ্ধ) মধ্যে আছে।” তিনি বলন, “অবশ্যই আপনি বলতে পারেন না যে, ২০০৩ সালে আমরা যারা সাদ্দাম হোসেনকে উৎখাত করেছি, ২০১৫ সালের পরিস্থিতির জন্য আমাদের দায় নেই।”

পরে বৃটেনের সাবেক প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, “ইরাক যুদ্ধ নিয়ে ভুল গোয়েন্দা তথ্য ও ভ্রান্ত পরিকল্পনার জন্য টনি ব্লেয়ার সব সময়ই ক্ষমা চেয়ে আসছেন। তিনি সব সময়ই বলেন, আবারো বলেছেন যে তবে সাদ্দাম হোসেনকে উৎখাত করা ভুল ছিল না।”

ছয় বছর আগে ইরাক যুদ্ধ নিয়ে বৃটিশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন একটি তদন্ত কমিটি গঠন করেন। স্যার জন চিলকটের নেতৃত্বে এ তদন্ত এখনো শেষ হয়নি। সে সময় ব্রাউন বলেছিলেন, তদন্ত শেষ হতে বছর খানেক লাগবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.