শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

ফেসবুক, টুইটারে উত্ত্যক্ত করলেই শাস্তি

Facebook_twitterঢাকা জার্নাল: ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ চালালে বা আপত্তিকর কিছু পাঠিয়ে উত্ত্যক্ত করলে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি ঘোষণা দিয়েছে, অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় আনা হবে তিনদিনের মধ্যে।

ফোন করে অভিযোগ জানানো যাবে +৮৮০২৯৬১১১১১ নম্বরে। এছাড়া btrc@btrc.gov.bd এই ঠিকানায় ইমেইলের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে বিটিআরসি’র মুখপাত্র মো. সরওয়ার আলম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। ভুক্তভোগীরা সরাসরি টেলিফোনে অথবা ইমেইলে অভিযোগ জানাতে পারেন।

তিনি জানান, ফেসবুক, টুইটারের হয়রানির শিকার হয়ে অনেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেন। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা জার্নাল, জুলাই ০৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.