আন্তর্জাতিকসংবাদ শিরোনাম

ইয়েমেনে মসজিদে সিরিজ বোমা হামলায় নিহত ৩০

yemenঢাকা জার্নাল: ইয়েমেনের সানায় মসজিদে সিরিজ বোমা হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। রমজানের প্রথম রোজা শুরুর আগের সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটেছে। হামলার লক্ষ্য সানায় শিয়া সম্প্রদায়ের মসজিদ ও হুতি বিদ্রোহীদের রাজনৈতিক কার্যালয়। হামলার সময় মুসল্লিরা মসজিদে সন্ধ্যার নামাজ আদায় করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলছে শহরের শিয়া অধ্যুষিত এলাকায় দুটি মসজিদে প্রথমে গাড়ি বোমা হামলা চালানো হয়। এর পর আরো বিস্ফোরণ হয় হুতি বিদ্রোহীদের রাজনৈতিক কার্যালয়ের আশপাশে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি অনেকের মধ্যে দুটি শিশুকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। হামলার দায় স্বীকার করে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট বলছে, এটা ছিল তাদের প্রতিশোধ। সানাসহ ইয়েমেনের বিশাল যায়গা এখন হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে।
এই হামলা এমন সময় হলো যখন নির্বাসনে রয়েছে দেশটির সরকার। আর সেখানে সংঘাত বন্ধে সরকারের প্রতিনিধি এবং বিদ্রোহীরা জেনেভায় মিলিত হয়েছেন শান্তি আলোচনায়। সেই শান্তি আলোচনায় সামান্যতম সমঝোতাও হয়নি। তার মাঝেই এমন হামলার ঘটনা পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.