ঢাকা মেডিকেল কলেজ শনাক্তের অপেক্ষায় আরও ৪৮ লাশ
ঢাকা জার্নাল: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে দ্বিতীয় দফায় ৪৮টি লাশ শনাক্তের জন্য আনা হয়েছে। এর মধ্যে দুটি শনাক্ত করা হয়েছে। এখন শনাক্তের অপেক্ষায় রয়েছে ৪৬টি মৃতদেহ। প্রথম দফায় শনাক্ত করতে না পেরে ৩২টি মৃতদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
শনিবার শনাক্ত হওয়া দুটি লাশের একজন হলেন, পাবনার বেড়া উপজেলার মকবুল শেখের ছেলে আবুল কাশেম (৩৫)। তিনি সাভারের রেডিও কলোনিতে থাকতেন। আবুল কাশেমের স্ত্রী রত্না বেগম তার জামা কাপড় দেখে শনাক্ত করেন। আবুল রানা প্লাজার একটি গার্মেন্টে কাটিং সেকশানে কাজ করতেন। অন্যজন হলেন- ফরিদপুর সদর উপজেলার ইউনুস খানের মেয়ে মোছা. জোছনা। তিনি সাভার মজিদপুর এলাকায় থাকতেন।
জোছনার বোন আসমা তার জামা কাপড় দেখে শনাক্ত করেন। জোছনা ৭ম তলার একটি গার্মেন্টে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বাংলানিউজকে জানান, ঢামেক মর্গে ৪৬টি লাশ শনাক্তের অপেক্ষায় রয়েছে। লাশগুলির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার সকাল ১০টার পর ঢামেক মর্গ থেকে আঞ্জুমান মফিজুল ইসলামে হস্তান্তর করা হবে দাফনের জন্য।
এর আগে সাভার অধরচন্দ্র স্কুল থেকে স্বজনদের আনা হবে লাশ দেখানোর জন্য। শনাক্ত করতে পারলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে লাশ হস্তান্তর করা হবে।
গত ২৪ এপ্রিল সাভারে ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত ৫৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে সংশ্লিষ্টারা আশঙ্কা করছেন।
ঢাকা জার্নাল, মে ০৪, ২০১৩