রানা প্লাজা থেকে চায়না পিস্তল উদ্ধার
ঢাকা জার্নাল: রানা প্লাজা থেকে চায়না পিস্তল উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভবনের সামনের দিক থেকে এটি উদ্ধার করা হয়।
রাতে ভারি যন্ত্রপাতি দিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনার সময় উদ্ধার করা চায়না পিস্তলটিতে এক ম্যাকজিন গুলিও ভর্তি ছিল। স্থানীয় লোকজন জানান, রানা এই ভবনে একাধিক অস্ত্র রাখতো তার ক্যাডার বাহিনী পরিচালনার জন্য।
কর্তব্যরত পুলিশের এএসআই হাসেম জানান, এক ম্যাকজিন গুলিসহ উদ্ধার করা হয়েছে চায়না পিস্তলটি। সাভার থানা পুলিশের কাছে এই অস্ত্র জমাও দেওয়া হয়েছে।
এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে সাভার থানায় আরো একটি মামলা হতে পারে বলে পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ভবন ধসের ঘটনার পর থেকে আটকে পড়া শ্রমিকদের লাশ উদ্ধার অভিযান চলছে।
ঢাকা জার্নাল, মে ৩, ২০১৩