Leadরাজনীতিসব সংবাদ

আব্দুল মতিন খসরু বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ সুগম করেছিলেন: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য,সাবেক আইনমন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিনিয়র এডভোকেট আব্দুল মতিন খসরু এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেন, ১৯৯৬ সালে আইনমন্ত্রী থাকা অবস্থায়, কুখ্যাত ইনড্যামনিটি অধ্যাদেশ বাতিল করে, বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ সুগম করে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য জাতি তাকে স্মরণ করবে।

মন্ত্রী প্রয়াত আব্দুল মতিন খসরু এমপির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।