Leadসব সংবাদ

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

প্রসঙ্গত, দেশে বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল ৮৫টি এবং সারাদেশে পত্রিকার ৯২টি অনলাইন সংস্করণ রয়েছে। নিবন্ধিত এসব প্রতিষ্ঠান ছাড়া যেসব অনলাইন পরিচালিত হচ্ছে তাদের বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।