ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

৬৮ বছর পর ভোট দিচ্ছেন ছিটমহলের বাসিন্দারা।

vot_ঢাকা জার্নাল: ৬৮ বছর পর ভোট দিচ্ছেন বিলুপ্ত ১১১টি ছিটমহলের বাসিন্দারা।

সোমবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে রংপুর বিভাগের তিন জেলা পঞ্চগড়, লালমনিরহাট এবং কুড়িগ্রামের ২৩টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়। এ সব ইউনিয়নের ২৫৭টি  কেন্দ্রে ৪ লাখ ৩৮ হাজার ৭৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আর এ নির্বাচনের মধ্যদিয়ে ২৩টি ইউনিয়নে ১১১ জন চেয়ারম্যান প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পঞ্চগড় জেলার তিনটি উপজেলার ৯টি ইউনিয়ন, লালমনিরহাট জেলার তিন উপজেলার ৮টি ইউনিয়ন এবং কুড়িগ্রাম জেলার ছয় ইউনিয়নে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিলুপ্ত ছিটমহলের জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা জার্নাল, অক্টোবর ৩১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.