৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত

আগস্ট ১, ২০২৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শুক্রবার (৪ আগস্ট) সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে দলটি।

 

 

মঙ্গলবার (১ আগস্ট) বিকালে জামায়াতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে একটি আবেদন জমা দেন।

এসময় ডিএমপি সদর দফতরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার ১ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমাবেশ করিনি। তাই আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।

তিনি আরও বলেন, আজ কর্মব্যস্ত দিন। এ দিন সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই আগামী শুক্রবার ছুটির দিনে বিকাল আড়াইটার দিকে সমাবেশ করতে চাই। আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে।

এদিকে জামায়াতের আবেদনটি গ্রহণ করেন ডিএমপি সদর দফতরের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ শিমুল মোস্তফা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধি দলকে জানান তিনি।