শিক্ষা-সংস্কৃতিশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

Pscঢাকা জার্নাল: ৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ১ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা।

বৃহস্পতিবার তিনি জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছেন সিমা।

নতুন নিয়মে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৮ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।

বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়।  আগে ১০০ নম্বরে এক ঘণ্টা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.