শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা জার্নাল:আগামী ২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আগামী ২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সময় দিয়েছেন।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল বিস্তারিত দিক তুলে ধরবেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ড নির্ধারিত সময় থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল ফল জানতে পারবে। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরে ফল জানতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ০৬, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.