শিক্ষা-সংস্কৃতিসংবাদ শিরোনামসব সংবাদ

১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি

03নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ও সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলনের ১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এমপিও ভুক্ত করা হবে বলে ২০১০ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠটির সভাপতি অধ্যাপক এছাবত আলী, সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.