শীর্ষ সংবাদ

১৬ কোটি জনগণের সাড়ে ১৪ কোটিই ড্রাইভার

obayedol-kaderঢাকা জার্নাল: ১৬ কোটি মানুষের দেশে ড্রাইভারই সাড়ে চৌদ্দ কোটি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশের ১৪তম কার্যদিবসে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের (টেবিলে উত্থাপিত) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
মন্ত্রী জনান, দেশে রেজিস্ট্রিকৃত মোটরযানের সংখ্যা ১৯.৫ লাখ। এরমধ্যে বৈধ লাইসেন্সধারী চালকের সংখ্যা ১৪.৫ লাখ। অর্থাৎ সারা দেশে ৫ লাখ লাইসেন্সবিহীন/অবৈধ লাইসেন্সধারী চালক রয়েছে।
বিরোধী দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রী জানান, একটি শহরের সুষ্ট পরিবহন ব্যবস্থার জন্য যে পরিমাণ সড়ক অবকাঠামো প্রয়োজন তার তুলায় অত্যান্তই নগন্ন অবকাঠামো রাজধানীতে। কোনো শহরে সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনায় প্রয়োজন ২০ থেকে ২৫ শতাংশ সড়ক অবকাঠামো। সেখানে রয়েছে মাত্র ৭ দশমিক ৮ শতাংশ।

ঢাকা জার্নাল, জুন ২০, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.