Lead

১৫০ উপজেলায় রাজাকারের তালিকা চূড়ান্ত: শাজাহান খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের ১৫০টি উপজেলায় রাজাকারের তালিকা তৈরি করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর তা জাতির সামনে প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘বিএনপি বীর মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করেছে। কিন্তু সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ব্যাপক কাজ করছে, ভবিষ্যতেও করে যাবে।’

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা/ উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মাঝে মধ্যে উম্মাদ হয়ে যান। তিনি সরকারের উন্নয়ন না দেখে সমালোচনা করেন। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা দাবি করে স্বাধীনতাকে অসম্মান করেছেন। জাতির কাছে তাদের বিচার হওয়া উচিত।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধার সন্তানেরা মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস কবে তা বলতে পারে না। বঙ্গবন্ধু কবে কোথায় জন্ম গ্রহণ করেছেন তাও বলতে পারে না।’ তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ করা একান্ত প্রয়োজন। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। পাকিস্তান জিন্দাবাদ বলার সুযোগ বিএনপি তৈরি করেছে। বর্তমান সরকার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়েছে। জয় বাংলা জাতীয় স্লোগান থাকবে এতে যারা বিরোধীতা করবে তাদের প্রতিহত করতে হবে।’

এতে জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, বীর মুক্তিযোদ্ধা রেজ্জাকুল হায়দার, তোফায়েল আহমদ, সালা উদ্দিন আহমেদ ভূঁইয়া, মাহবুবুল আলম, নুরেরজ্জামান মাষ্টার প্রমুখ। পরে শাজাহান খান জেলার ছাত্রলীগ কর্তৃক নব গঠিক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।