Leadখেলা

১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ঢাকা জার্নাল ডেস্ক

ঘরের মাঠ মিরপুরে বরাবরের মতোই কিছুটা দাপুটে বাংলাদেশ। তবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে বিপর্যয় দেখল টাইগাররা। ছয় উইকেট হারিয়ে লাঞ্চে যাওয়ার পর বিরতি থেকে ফিরে দলীয় ১০৬ রানেই গুটিয়ে গেল স্বাগতিকরা। মাত্র – ওভার খেলতে সক্ষম হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

একমাত্র ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া ২০ রানের কোটা পার হতে পারেননি কেউই। জয়ের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩০ রান।

টেস্ট ক্রিকেটে ক্রিজে টিকে থাকাই যেখানে ব্যাটিং করার মূল মন্ত্র, সেখানে ৬ ওভার শেষ হওয়ার আগেই বাংলাদেশ হারিয়েছে তিন টপ অর্ডারকে। ওপেনার সাদমান ইসলাম, মুমিনুল হকের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরেছেন ম্যাচের প্রথম ৭ ওভারের আগেই। তিন ব্যাটারই উইকেট দিয়েছেন দৃষ্টিকটুভাবে। আর প্রত্যেকের উইকেটই নিয়েছেন প্রোটিয়ান পেসার উইয়ান মুল্ডার।

দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চেয়েছিলেন। তবে অধিনায়কের ব্যাটও হতাশ করেছে বাংলাদেশকে।

সফরকারী বোলারদের তোপের মুখে অবশেষে ৪১তম ওভারে ১০৬ রানেই থামতে হলো বাংলাদেশকে।