সংবাদ শিরোনামসব সংবাদ

হ্যাকিংয়ের শিকার হয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক

01হ্যাকিংয়ের শিকার হয়েছে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সেবাদানকারী সোনালী ব্যাংক। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট হ্যাকারের দখলে ছিল কয়েক ঘণ্টা। মঙ্গলবার রাতের কোনো এক সময় সোনালী ব্যাংকের ওয়েবসাইট আক্রান্ত হয়। আজ বুধবার সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় প্রচ্ছদপৃষ্ঠা দখল করে সেখানে নোটিস ঝুলিয়েছে হ্যাকাররা। কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা দেখা যায় Hacked By K1nGnCa। সেখানে হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন Muslim Hacker  নামে। সোনালী ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক সর্দার নুরুল আমিন গণমাধ্যমকে জানান, সকাল ১০টার দিকে সাইটটি স্বাভাবিক হয়েছে। আমরা ভেন্ডরকে ডেকেছি। আমাদের সাইট কীভাবে আরও নিরাপদ রাখা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওয়েবসাইট কিছু সময়ের জন্য হ্যাকড থাকায় ব্যাংকিং ডেটা হেরফের হওয়ার আশঙ্কা নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.