খেলাস্পটলাইট

হোটেল রুমে আইসোলেশনে লিটন

ঢাকা জার্নাল ডেস্ক

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদেশ এসেছে তিন পরিবর্তন। যেখানে সবচেয়ে বড় নাম ছিল লিটন দাসের। একাদশে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রথমে ভাবা হয়েছিল, ইনজুরির কারণে লিটনকে বাদ দেয়া হয়েছে।

তবে পরে জানা যায়, তীব্র জ্বরের কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি। লিটনের জায়গায় অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ভাইরাল জ্বরের লক্ষণ থাকার কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না লিটন কুমার দাসের।

এই উইকেটরক্ষক ব্যাটারের অবস্থা সম্পর্কে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘২৮ অক্টোবর সন্ধ্যা থেকে লিটনের হাই গ্রেড জ্বর দেখা দেয়। ২৯ অক্টোবর সকালে পরীক্ষা-নিরীক্ষা করে লিটনের জ্বরের ব্যাপারটি নিশ্চিত হওয়া গিয়েছে। বর্তমানে সে হোটেল রুমে আইসোলেশনে রয়েছে। তার শরীরে ব্যথা, দুর্বলতা এবং কাশি রয়েছে। যদিও সন্ধ্যার দিকে তার শরীরের তাপমাত্রা কমেছে।’