Lead

হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে নারীদের গণসমাবেশ

images (1)ঢাকা জার্নাল: বাংলাদেশের নারীরা মনে করেন হেফাজতে ইসলাম যে ১৩ দফা দিয়েছে তা শুধু নারী প্রগতি বিরোধী নয়, দেশের উন্নয়ন ও সংবিধান বিরোধীও৷ তাই তাদের দাবি মেনে নেয়া দূরের কথা, কোনো ধরণের সহানুভূতিও দেখানো যাবেনা৷

ঢাকার প্রেসক্লাবের সামনে শনিবারের প্রতিবাদী নারী গণসমাবেশে তৃনমূল থেকে সমাজের প্রতিষ্ঠিত নারী, শ্রমজীবী, গৃহিনী – সবার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে৷ “নারীরা তাদের অধিকার রক্ষা এবং আদায়ে মাঠে নেমেছে এবং তাদের আন্দোলন চলবে”, এমনটাই জানান আয়োজদের একজন সুপ্রীতি ধর৷

সুপ্রীতি জানান, দেশের ৮০টি নারী সংগঠন ছাড়াও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রমিক সংগঠন ও সাধারণ নারীরা তাদের সঙ্গে এখন একাত্ম৷ তাই তাদের পাশ কাটিয়ে তাদের হেয় করে মৌলবাদী চক্রের দাবি মানার কোনো সুযোগ নেই৷ তিনি জানান, এটি নারীদের সমাবেশ হলেও এই সমাবেশ দেশের সব নাগরিকের কল্যাণে৷ কারণ, হেফাজতের ১৩ দফা দাবি মানলে দেশ অন্ধকার যুগে চলে যাবে৷ উন্নয়ন এবং প্রগতির চাকা হয়ে যাবে বন্ধ৷

তিনি বলেন, ৫ই মে শাপলা চত্তরে হেফাজত ও জামায়াত শিবির দাবি আদায়ের নামে যে তাণ্ডব এবং নৃশংসতা চালিয়েছে, তাতেই তাদের চেনা গেছে৷ বোঝা গেছে তাদের উদ্দেশ্য৷

নারী নেত্রী খুশী কবির বলেন, “হেফাজতের ১৩ দফা তো মেনে নেয়া যাবেই না বরং বাংলাদেশে ধর্ম ব্যবহার করে রাজনীতি বন্ধ করতে হবে৷ আর সরকার যে নারী নীতি করেছে তা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে৷ তিনি জানান, হেফাজত বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ অবস্থান নিয়েছে নারী প্রগতির বিরুদ্ধে৷ তারা নারীদের হেয় করছে৷ এই ধরণের কূপমণ্ডূক এবং ধর্মান্ধ গোষ্ঠিকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেয়া যাবেনা৷”

তিনি বলেন, “যারা হেফাজতকে সমর্থন দিচ্ছে, তাদের সহযোগিতা করছে, তাদেরকে হেফাজতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান তিনি৷”

খুশী কবির বলেন, ভোটের হিসাব করে লাভ নেই৷ হেফাজতের ভোটে কাজ হবেনা৷ দেশের অর্ধেক ভোটার যে নারী, সেটা মনে রাখতে হবে৷

তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ – এই নীতিতে তারা বিশ্বাস করেন৷ কিন্তু সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম অন্য ধর্মকে হেয় করেছে৷ সংবিধানে কোনো ধর্মের প্রাধান্য থাকতে পারেনা৷ সব ধর্মকে সমান অবস্থানে রাখতে হবে৷ রাজনীতিবিদরা ধর্মকে এভাবে ব্যবহার করে বলেই ধর্ম ব্যবসায়ীদের এত আস্ফালন৷ কিন্তু বাংলাদেশের নারীরা তাদের এই আস্ফালন মেনে নেবেনা৷

নারীরা কঠোর আন্দোলনে যাবে বলে খুশী কবির জানান, ঢাকার এই প্রতিবাদী নারী গণসমাবেশই শেষ নয়৷ তারা আরো কঠোর আন্দোলনে যাবেন৷ তারা তাদের অধিকার আদায়ের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেবেন৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.