Lead

হাওর এলাকায় আর কোনও সড়ক নির্মাণ নয়: মন্ত্রিসভা

পানি প্রবাহে বাধা যেন না থাকে সেজন্য হাওর এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে এই এলাকায় যত সড়ক নির্মাণ করা হবে সবগুলোই হবে উড়াল সড়ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।

তিনি বলেন, পানি প্রবাহে বাধা যাতে না হয়, সেজন্য হাওর এলাকায় আর কোনোভাবেই রাস্তাঘাট করা যাবে না। যে সড়কগুলো এখন আছে, সেগুলো পরিদর্শন করে প্রতি আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণ করা যায় কি না সেটা দেখতে বলা হয়েছে। এছাড়া হাওর এলাকায় রাস্তা করতে হলে সবগুলো এলিভেটেড করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বছরে প্রায় ৫ হাজার মিলিমিটার বৃষ্টি হয় হাওর এলাকায়। কিন্তু ১ থেকে ৬ এপ্রিল হয়েছে ১ হাজার ২শ মিলিমিটারের বেশি। এর ফলে স্বাভাবিকভাবেই উপর থেকে পানি চলে এসেছে। প্রায় ৫ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর চাষ হয়। আজকেও ডিসিদের সঙ্গে কথা বলেছি। যদি আর বৃষ্টি না হয় তাহলে ভালো অবস্থায় থাকবে।