Lead

হজ পালনের খরচ ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা

Haj‘হজ ও ওমরাহ নীতি-২০১৪’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজনীতি অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন,

হজ প্যাকেজের খসড়া নীতিমালায় অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালনের খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় সাধারণের জন্য খরচ ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। বেসরকারি ব্যবস্থাপনাতে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা হজ ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেকের জন্য অতিরিক্ত ৫০০ সৌদি রিয়াল সমান ১০ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ম মন্ত্রণালয় হজ নীতিমালা-২০১৪ মন্ত্রিসভায় উথ্থাপন করলে আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।

এসএমএ/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.