সব সংবাদস্পটলাইট

স্বরূপে ফিরছে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈত্রিক বাড়িটি আগের আদলে ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে। কয়েক দফা সংস্কার ও রং করে আধুনিক করে ফেলা হয়েছিল। সেখান থেকে আমরা ফিরিয়ে আনার কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর নজর রাখছেন।’

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে টুঙ্গিপাড়ায় একটি সাংস্কৃতিক একাডেমি করা হবে। সেখানে শিল্পকলার সব বিভাগ ও লাইব্রেরি থাকবে। ইতোমধ্যে ডিজাইন প্রস্তুত করা হয়েছে। দেশের অন্যান্য জায়গায় খাস জমিতে করা হলেও টুঙ্গিপাড়ায় জমি অধিগ্রহণ করে সাংস্কৃতিক একাডেমি করা হবে।’

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধুর পৌত্রিক বাড়ি পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতির খোঁজখবর নেন।
বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়িটি আগের আদলে ফিরিয়ে আনার কাজ হচ্ছে

এসময় তার স্ত্রী সোহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।