শীর্ষ সংবাদ

‘স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আপত্তিকর এবং অপমানজনক’

0,,16274517_303,00ঢাকা জার্নাল: ‘রানা প্লাজা’ ধসে মৃতের সংখ্যা ২৬২ ছাড়িয়েছে৷ শোকের মাঝে ক্ষোভের আগুনও জ্বলেছে৷ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের ‘পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট’ বিভাগের অধ্যাপক আলী রিয়াজের কথাতেও ঝরেছে তীব্র ক্ষোভ৷

ক্ষোভ মূলত এমনটি ঘটতে পারে জানানোর পরও রানা প্লাজার মালিক সোহেল রানার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কর্মীদের সেখানে কাজ করতে যেতে বাধ্য করা, মর্মান্তিক ঘটনাটির পরও তাকে এবং দায়ী অন্য ব্যক্তিদের আইনের আওতায় আনার কোনো উদ্যোগ বা সদিচ্ছা এখনো না দেখার কারণে৷

বৃহস্পতিবার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য ঘটনার জন্য দায়ীদের শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন৷ অতীত অভিজ্ঞতা অবশ্য এ ব্যাপারে আশাবাদী হতে দিচ্ছে না৷

সোহেল রানা ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব লীগের নেতা – এ তথ্যটি এসেছে প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে৷ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ তথ্যকে ‘ভুল’ বললেও দোষীদের বরাবরের মতো পার পেয়ে যাওয়ার আশঙ্কটা দূর হয়নি৷ বাংলাদেশে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে অনেক৷ অসংখ্য মানুষের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলারও কারণ ছিল অনেক ক্ষেত্রে৷ বলা হয়েছেও৷ কিন্তু অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেয়া হয়নি৷

সাভারে বুধবার ঘটে যাওয়া ঘটনাটিরও পরিনাম একই হতে চলেছে – এ আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছেনা আরেকটি কারণেও৷ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দুশ’রও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যুর জন্য ইমারত নির্মাণে অনিয়মকে দায়ী মনে হলেও তাঁর ধারণা, বিরোধী দলের কর্মী-সমর্থকরা ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছিলেন বলেও এমনটি ঘটে থাকতে পারে৷

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজের কথায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ‘দায়িত্বহীন’ মন্তব্য করার ইতিহাস উঠে এসেছে৷ তাঁর মতে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বুধবারের মন্তব্যটি সার্বিক বিচারেই ‘আপত্তিকর এবং অপমানজনক’৷

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বস্টনে প্রেসারকুকার বোমায় মারা গেছে তিনজন৷ ব্যবস্থা নিতে একটুও দেরি করেনি সে দেশের সরকার৷ অথচ বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে দায় এড়ানো এবং দোষীদের আড়াল করার ধারাবাহিকতা৷ এর শেষ কোথায়? ডক্টর আলী রিয়াজ বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের পরিবর্তন না এলে যে নতুন দিনের সূচনার সম্ভাবনা একেবারেই নেই সে কথাই জানিয়েছেন স্পষ্ট ভাষায়৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.