Leadসব সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৯৬ জন জলদস্যু আত্মসমর্পণ

কক্সবাজারের মহেশখালি উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে ১২টি বাহিনীর মোট ৯৬ জন জলদস্যু ও অস্ত্র তৈরির কারিগর আত্মসমর্পণ করে।

রবিবার (২৩ নভেম্বর) কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এক বিশাল সমাবেশের মাধ্যমে এ আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বিশ্বে উন্নয়নের এক নতুন বিস্ময় বাংলাদেশ। বিশ্বে দ্রুত উন্নয়নশীল দশটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি। এই উন্নয়নের অংশ হিসেবে শুধুমাত্র কক্সবাজারেই মহেশখালি দ্বীপের কয়লা ও তাপ বিদ্যুৎ প্রকল্প, জিটিসিএল গ্যাস লাইন, এলএনজি টার্মিনালসহ ১৪ টি মেগা প্রকল্প চলমান। এসব উন্নয়ন প্রকল্পে অন্তত তিন লাখ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম থেকে সুফল পেতে টেকশই নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে সরকার।

মন্ত্রী বলেন, এর পূর্বে চরমপন্থিরা আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শুধু সুন্দরবন নয় সারাদেশকে দস্যুমুক্ত করতে আমরা কাজ শুরু করেছি। গত অক্টোবর ২০১৮ সালে মহেশখালিতে ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল। বর্তমানে তারা স্বাভাবিক জীবন যাপন করছে। আজকে যারা আত্মসমর্পণ করলেন তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তাদেরকে সব ধরণের সহযোগিতা করা হবে। তাদের বিরুদ্ধে খুন ও ধর্ষণ ব্যতিত অন্যান্য মামলা মোকাবেলার জন্য আইনি সহযোগিতা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের প্রত্যেককে আজকে ৫০ জাহার টাকা করে দেয়া হল। পরবর্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আরও সহযোগিতা করা হবে।

যেসব জলদস্যু এখনও আত্মসমর্পণ করেনি তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তাদেরকে দ্রুত আত্মসমর্পণের জন্য মাননীয় মন্ত্রী আহবান করেন। অন্যথায় কঠোর পরিণতির জন্য অপেক্ষা করতে বলেন।

তিনি আরও বলেন, কক্সবাজার হবে বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণ কেন্দ্র। এ অঞ্চলকে নিরাপদ রাখতে ও মাদক দমনে পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আনসার বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

কক্সবাজার পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কক্সবাজার জেলার স্থানিয় সাংসদবৃন্দ, বাংলাদেশ পুলিশের আইজি, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পরিষদ চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।