Lead

সোমবার মাঠে নামবে আওয়ামী লীগ

al-sm20130505095740ঢাকা জার্নাল : হেফাজতের তাণ্ডব প্রতিরোধে সোমবার মাঠে নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে দলের নেতা-কর্মীদের মিছিল নিয়ে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ বৈঠক থেকে হেফাজতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য দলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা মাঠে নামবে বলে জানা গেছে।

সূত্র জানায়, সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র আরো জানায়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের কথা ছিলো সমাবেশ করে চলে যাওয়ার। কিন্তু সেটা না করে তারা তাণ্ডব চলাচ্ছে। তারা ইসলাম ধর্মের কথা বলে, অথচ কথা দিয়ে কথা রাখেনি। আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে।

এদিকে রাতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলামের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত, শিবিরের পবিত্র ধর্মগ্রন্থ কোরান শরীফে অগ্নিসংযোগ, স্বর্ণের দোকান লুট, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আক্রমণ, সরকারি সম্পদ ধ্বংস, পুলিশ ফাঁড়ি, দোকানপাট, ক্ষুদ্র হকার ব্যবসায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিংসযোগ, হত্যা, সন্ত্রাস, গোলাগুলি, বোমাবাজি, গ্রেনেড নিক্ষেপ, নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল (সোমবার) দেশব্যাপী দিনভর বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হবে।

এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আওয়ামী লীগের সব শাখাসহ সর্বস্তরের ১৪ দলের নেতা-কর্মী, জনসাধারণকে বিনীত অনুরোধ জানিয়েছেন।

ঢাকা জার্নাল, মে ০৫, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.