সংবাদ শিরোনামসব সংবাদ

সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবোঝাই কার্গোডুবি

19বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীতে ৫শ ১০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মংলার বউটি মার্কেট এলাকায় পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়।
মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বিষয়টি জানান।
কার্গো জাহাজটির মাস্টার মো. ভুলু গাজী (৪০) জানান, এমভি জি.আর রাজ নামে কার্গোটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনা যাচ্ছিলো। পথে সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীতে জাহ‍াজটির তলা ফেটে ডুবে যায়।

তবে জাহাজে থাকা ১০ জন কর্মচ‍ারি নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
এর আগে, গত বছরের ০৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা ঘটে।
অক্টোবর ২৭, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.