শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

সুচিত্রার স্বেচ্ছানিবাসনের ইচ্ছাকেই সম্মান দেয়া হবে

সুচিত্রা

২৪ ডিসেম্বর থেকে একটানা লড়াইয়ের পর অবশেযে জীবনযুদ্ধে হেরে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন। শুক্রবার সকাল ৮-২৫ মিনিটে কলকাতার বেলভিউ নাসিং হোমে শেয নিশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুচিত্রা সেন। মহানায়িকার মত্যুর খবর পেয়েই নাসিং হোমে ছুটে আসেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মহানায়িকার আত্মার শান্তি কামনা করে জানান, সুচিত্রা সেনের শেষকৃত্যের ব্যাপারে তার পরিবারই যাবতীয় সিদ্ধান্ত নেবে। তবে মৃত্যুর পরেও মহানায়িকা স্বেচ্ছানিবাসনের ইচ্ছাকেই সম্মান দেয়া হবে বলে জানা গেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহানায়িকাকে। কলকাতার ক্যওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

১৯৫২ সাল থেকে শুরু করে সুচিত্রা সেন তাঁর ২৫ বছরের অভিনেত্রী জীবনে কাজ করেছেন প্রায় ৬২ টির উপর ছবিতে। পেয়েছেন অসংখ্য সম্মান। এদিন তার মৃত্যু সংবাদ শুনেই কার্যত দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.