আন্তর্জাতিকসংবাদ শিরোনামসব সংবাদ

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৩৫

07সিরিয়ায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি শহরে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। শনিবার দেইর আয যহর শহরে এ ঘটনা ঘটে। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ৮৫ জন বেসামরিক নাগরিক ও ৫০ সরকারি সেনা নিহত হয়েছে। তবে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাঘালিয়া এলাকায় হামলায় প্রায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে সরকারি সেনাদের ওপর হামলা চালায় আইএস। ওই সময় শহরে একটি গাড়িবোমা হামলাও চালায় আইএস। জবাবে সরকারি বাহিনী আইএসের ওপর বিমান হামলা ও তীব্র গোলাবর্ষণ করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী, শহরের ৬০ শতাংশ এলাকার দখল এখনো আইএসের হাতে রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, দেইর আয যহরে ২ লাখের মতো লোক বাস করে। অবরুদ্ধ ওই এলাকার পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে বলেও সংস্থাটি সতর্ক করে দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.