Lead

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ, বেড়েই চলেছে লাশের সংখ্যা

রাজধানীর সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। হতাহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনটির নিচ তলায় স্যানেটারি সামগ্রীর মার্কেট। বিস্ফোরণস্থলের পাশের পাঁচ তলা ভবনের চারটি ফ্লোর ব্র্যাক ব্যাংকের। ব্যাংকের নিচের তলায়ও স্যানেটারি সামগ্রীর দোকান। বিস্ফোরণে এ ভবনটিসহ আশপাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। লাশগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে। হতাহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ১৫ জনের মৃতদেহ মর্গে রাখার কথা নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।