স্পটলাইট

সাহিত্য-ইতিহাস-দর্শন না পড়ালে বিশ্ববিদ্যালয় পলিটেকনিক হয়ে যায়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সাহিত্য-ইতিহাস-দর্শন না পড়ালে বিশ্ববিদ্যালয় পলিটেকনিক হয়ে যায়।  মঙ্গলবার (১০ মে) ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেশি ভর্তি চেয়ে মান অর্জন বেশি জরুরি। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের ধারণ ক্ষমতার বিবেচনা না করে শিক্ষার্থী বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতায় নামছেন। এটি করে তার যে প্রত্যক্ষ কুফল দেখতে পাচ্ছি। ধারণ ক্ষমতার অনেক বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে, থাকার জায়গা নেই, তেমন খেলার জায়গা নেই, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা নেই। বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চা ও জ্ঞান সৃষ্টির পীঠস্থান।

দীপু মনি বলেন, কোনও কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার বদলে ব্যবসায়িক স্বার্থ প্রধান্য দিচ্ছে। অপরদিকে অর্থ উপার্জন করতে হয় না বলে কোনও কোনও পাবলিক বিশ্ববিদ্যালয় তেমন মান অর্জনে মনযোগী নয়। এই অবস্থার পরিবর্তন করতেই হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের মান অর্জন করতে, বিশ্বমানের নিজেদের নিয়ে যেতেই হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ আমাদের লক্ষ্য অর্জন ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান হাতিয়ার শিক্ষা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকিাবিলা করে আমাদের যত সম্ভাবনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আগামী দিনের বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নে বেন্ডেড এডুকেশন বাস্তবায়ন পরিকল্পনা প্রিণয়ন করেছি। ডিজিটাল সিকিউরিটি ও সফট স্কিল কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছি। উচ্চশিক্ষায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ন্যূনতম নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও হচ্ছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি বিনয়ের সঙ্গে সকল বিশ্ববিদ্যালয়কে বলবো—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে বিষয় পড়ুক না কেনও কতগুলো বিষয় সব যে যে বিভাগেই পড়ুক না কোনও কতগুলো বিষয়, সাহিত্য, ইতিহাস, দর্শন আর আইসিটি কোর্স করানো উচিত। বিশেষ করে সাহিত্য আর দর্শন সকল বিশ্ববিদ্যালয়ে পড়ানো উচিত, তা না হলে বিশ্ববিদ্যালয় পলিটেকনিক হয়ে যায়। দয়া করে আপনারা (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) বিবেচনায় নেবেন।