আন্তর্জাতিক

সামরিক সহায়তা পেতে এবার কানাডায় জেলেনস্কি

সামরিক সহায়তা পেতে এবার কানাডা সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, জাস্টিন ট্রুডো সরকারের কাছ থেকে বড় ধরনের সহায়তার ঘোষণা আসতে পারে এই সফরে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে আব্রামাস ট্যাঙ্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভের কট্টর সমর্থক কানাডা। দেশটিতে ইউক্রেনীয় বংশোদ্ভূত ১৪ লাখ মানুষ বাস করে; যা ইউক্রেন এবং রাশিয়ার পর তৃতীয় সর্বাধিক।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘কানাডা যতদিন লাগবে ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। আমরা আইনের শাসন এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক আদেশ রক্ষার জন্য সবসময় দৃঢ় থাকব।’

 

সফরে অটোয়ায় পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি। তারপর ট্রুডোর সঙ্গে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

ইউক্রেনীয় কানাডিয়ান কংগ্রেস লবি গ্রুপের নির্বাহী পরিচালক ইহোর মিচালচিশিন বলেন, ‘কানাডা গ্রুপ অব সেভেন এবং ন্যাটোর সদস্য। কানাডার সব রাজনৈতিক দল ইউক্রেনকে সমর্থন করে। সুতরাং আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষে তার কানাডিয়ান মিত্রের কাছ থেকে আরও কিছু আশা করতেই পারেন।’

তিনি বলেন, ‘যদি ইউক্রেনের বন্ধুরা চায় ইউক্রেন যুদ্ধে জয়লাভ করুক, তবে আরও সামরিক সহায়তা দিতে হবে। এর বিকল্প নেই।’

সূত্র: রয়টার্স