ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

সরকার সবসময় নাগরিকদের নিরাপত্তা ও স্বস্তি দিতে অঙ্গীকারবদ্ধ : মেনন

29বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান বলেছেন, সরকার সবসময় নাগরিকদের নিরাপত্তা, শান্তি ও স্বস্তি দিতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার কাজ করতে আগ্রহী। মন্ত্রী আজ সচিবালয়ে তার অফিস কক্ষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এক সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত বিমান পরিবহন নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার কথা জানান। বিদেশীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তাতেও বার্নিকাট সন্তোষ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরকে কেটাগরি-১ এর মর্যাদা দেয়ার প্রসঙ্গ উত্থাপন করে জানান, এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও জনবল পূরণের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। রাষ্ট্রদূত পরবর্তী টিকফা বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হবে বলে জানান। স্থিতিশীল পরিবেশ, উন্নত ভবিষ্যৎ এবং উল্লেখযোগ্য অর্থনেতিক প্রবৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলে এ সময় রাষ্ট্রদূত আশা প্রকাশ ব্যাক্ত করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.