শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

সরকারি-বেসরকারি শিক্ষকদের জরুরিভিত্তিতে টিকা নেওয়ার নির্দেশ

সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জরুরিভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বছরের নিচে তারাও নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokha.gov.bd) ‘শিক্ষাপ্রতিষ্ঠান’ নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা করে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এনআইডি আপলোড করা হয়েছে। এখন ৪০ বছরের নিচের শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা ওয়েবসাইটে ঢুকে ‘কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফরম’ পূরণ করে নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন।

এছাড়া ‘শিক্ষাপ্রতিষ্ঠান’ ক্যাটাগারিতে যার জন্য যেটা প্রযোজ্য সেটাতে নিবন্ধন করে সকল শিক্ষক-কর্মচারীকে অবিলম্বে ‘কোভিড-১৯ ভ্যাকসিন’ গ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এ নির্দেশ দেওয়া হয়।