Lead

শেখ হাসিনার সঙ্গে সপরিবার সাক্ষাৎ করেছেন কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবার সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সাখাওয়াত মুন বলেছেন, শুক্রবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী সাক্ষাৎ করেছেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারা কুশলাদি বিনিময় করেন, পরস্পরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিনী বেগম নাসরিন ও তাদের দুই কন্যাও উপস্থিত ছিলেন।

তবে সাক্ষাতের বিষয়ে কাদের সিদ্দিকী কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি  জানান, পারিবারিক কারণে দেখা করতে গিয়েছিলেন।

বঙ্গবন্ধুর স্নেহভাজন কাদের সিদ্দিকী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নের নৌকা প্রতীকে সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে দলের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি দল থেকে বেরিয়ে ১৯৯৯ সালে কৃষক-শ্রমিক-জনতা লীগ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।