Leadখেলা

শুরুতেই ধাক্কা খেয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ঢাকা জার্নাল ডেস্ক

চেন্নাই টেস্টের প্রথম দিন দলীয় ৩৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমে দলীয় ২২ রানেই তৃতীয় ব্যাটারকে হারাল বাংলাদেশ। ৯ ওভার শেষে সফরকারীদের তিন উইকেট তুলে নিলেন ভারতীয় পেসাররা। স্কোরবোর্ডে মোট রান মাত্র ২৬।

ম্যাচের প্রথম দিন ৮০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে দলীয় ৩৩৯ রান সংগ্রহ করেছিল ভারত। আজ ব্যাট হাতে মাঠে নামার পর স্কোরবোর্ডে আর মাত্র ৩৭ রান যোগ করতে পেরেছে স্বাগতিকরা। যদিও রানের পাল্লা ভারি করেই নিয়েছে তারা। ৩৭৬ রানের বড় লক্ষ্য টপকাতে হবে বাংলাদেশকে।

ভারতের মাটিতে তাদের বিশ্বমানের বোলারদের বিপক্ষে এই রান তাড়া করে লিড নেওয়াটা বেশ কঠিন হবে তা অনুমেয়ই ছিল। যার আভাস মিলেছে প্রথম ওভারেই। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে টাইগার ওপেনার সাদমান ইসলামকে বোল্ড করে ফেরান জাসপ্রিত বুমরাহ।

অধিনায়ক নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন আরেক ওপেনার জাকির হাসান। তবে অষ্টম ওভারের প্রথম দুই বলে জাকির ও মুমিনুল হককে বোল্ড করেন ভারতীয় তরুণ পেসার আকাশ দীপ। হ্যাটট্রিকের আশাও হয়ত করছিলেন, তবে মুশফিকুর রহিম এই যাত্রায় রক্ষা করলেন দলকে।

উইকেটে এখন আছেন অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এখনো ৩৫০ রানের লম্বা পথ পাড়ি দেওয়া বাকি আছে বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারতঃ ৩৭৬ (৯১.২ ওভার); অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, জয়সওয়াল ৫৬, রিশভ ৩৯; হাসান ৫-৮৩, তাসকিন ৩-৫৫, মিরাজ ১-৭৭, নাহিদ ১-৮২

বাংলাদেশঃ ২৬/৩ (৯ ওভার); শান্ত ১৫*, মুশফিকুর ৪*; আকাশ ২-৫, বুমরাহ ১-১০

বাংলাদেশ ৩৫০ রানে পিছিয়ে