আন্তর্জাতিকশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

শুক্রবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ

Eidঢাকা জার্নাল: বৃহস্পতিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (১৭জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৬জুলাই’২০১৫) সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

এদিকে ঈদ এবং পরবর্তী যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

সূর্য উদয়ের সামান্য সময় পরে (ভোর ৫টা ৩৫মিনিটে) রিয়াদে ধীরা জাতীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ এতে ইমামতি করার কথা রয়েছে।

সৌদি আরবে ইসলামী রীতি অনুযায়ী সূর্য উঠার কিছু সময় পরই মূলত ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজ আদায় করার পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরে জিকির-আসগরে মগ্ন থাকেন।

ঢাকা জার্নাল, জুলাই ১৬, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.