শীর্ষ সংবাদসব সংবাদ

শুক্রবার সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার

ঢাকা জার্নাল :  রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের (২৩) চোখে অস্ত্রোপচার করা হবে। আগামী শুক্রবার অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেছেন চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই দুপুর ১টার ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে চেন্নাই পাঠানো হয়। সিদ্দিকুরের সঙ্গে রয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন ও সিদ্দিকুরের বড় ভাই নওয়াব আলী।

গত সোমবার চেন্নাইয়ের চিকিৎসক তার চোখ পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার দুই চোখই নষ্ট হয়ে গেছে। তবে রোগী চাইলে তারা অস্ত্রোপচার করবেন। রোগীর সম্মতি থাকায় তারা অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেছেন।

সিদ্দিকুরের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার সহপাঠী ফরিদ বলেন, সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান সন্ধ্যায় তাকে এসএমএস করে আগামী শুক্রবার অস্ত্রোপচারের দিন নির্ধারণের বিষয়টি জানিয়েছেন। এছাড়া বিস্তারিত কিছুই জানাননি। এসএমএস পেয়ে আমি তাকে ফোন করেছিলাম। তিনি কেটে দিয়েছেন। হয়তো ব্যস্ত আছেন। হয়তো রাতে বিস্তারিত জানাবেন।

চেন্নাই পাঠানোর আগে সিদ্দিকুর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান। প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

ঢাকা জার্নাল, আগস্ট ২, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.