শীর্ষ সংবাদসংবাদ শিরোনামসব সংবাদ

শীর্ষ বিশ্বনেতাদের মধ্যে ১০ম শেখ হাসিনা

sheikhhasanaঢাকা জার্নাল: ফরচুন ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় দশম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ৫০ জনের তালিকা প্রকাশ করে ফরচুন ম্যাগাজিন।

তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে কেউ রাজনীতিতে, কেউ ব্যবসায়, কেউ রাষ্ট্র পরিচালনায়, কেউ উদ্ভাবনে, কেউ শিল্প-সাহিত্যে, কেউ মানবহিতৈষী কাজে আবার কেউ কেউ সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রেখেছেন।

তালিকার প্রথম স্থানে রয়েছেন অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস, দ্বিতীয় অবস্থানে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, তৃতীয় অবস্থানে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি, চতুর্থ অবস্থানে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, পঞ্চম অবস্থানে রয়েছেন টিম কক, ষষ্ঠ অবস্থানে জন লিজেন্ড, সপ্তম অবস্থানে ক্রিশ্চিয়ানা ফিগেরেস,অষ্টম অবস্থানে পল রায়ান, নবম অবস্থানে রুথ বাডের গিন্সবার্গ ও দশম অবস্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

hasinaএছাড়া তালিকায় আরও রয়েছেন, নিক স্যাবান, হুয়াটেং ‘পনি’ মা, সের্হিও মোরো বুনো, স্টিফেন কারি ও স্টিভ কার, ব্রায়ান স্টিভেনসন, নিক্কি হ্যালি, লিন মানুয়েল মিরান্দা, মার্ভিন এলিসন, রেশমা সাউজানি, ল্যারি ফিংক, স্কট কেলি ও মিখাইল কোরিয়েংকো, ডেভিড মিলিব্যান্ড, আনা মারিয়া সাভেস, কার্লা হাইডেন, মরিসিও মাওরি, অ্যালিসিয়া গার্সা, প্যাট্রিস কুল্লোরা ও ওপাল টোমেটি, চাই জিং, মনসেফ স্লাউয়ি, জন অলিভার, মারো এদুয়ার্দো প্রমুখ।
ঢাকা জার্নাল, মার্চ ২৪, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.