শিক্ষা-সংস্কৃতিসংবাদ শিরোনামসব সংবাদ

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব গ্রহণ

2ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সোহরাব হোসাইন যোগদান করেছেন। শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন সচিবকে বরণ করে নেয়।
এ উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে ফুল দিয়ে নবনিযুক্ত সচিবকে স্বাগত জানান।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকেও নতুন শিক্ষা সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষামন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক পরিবেশে যৌথ কাজের ধারা জোরদার করা হবে। আমাদের লক্ষ্য অর্জনে বিশেষ করে শিক্ষার আরও প্রসার ও গুণগত মান বৃদ্ধি করতে আমরা আমাদের কাজের গতি আরও বৃদ্ধি করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যথাসময় লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।

নতুন শিক্ষাসচিব তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
গত ৩০ নভেম্বর শিক্ষাসচিব নজরুল ইসলাম খান অবসরোত্তর ছুটিতে যাওয়ার পর ১৩ ডিসেম্বর সোহরাব হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।
সোহরাব হোসাইন শিক্ষা সচিব হিসেবে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব হোসাইন এর আগে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যলয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র সোহরাব হোসাইন গত সরকারের আমলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিবের (পিএস) দায়িত্বে ছিলেন।

ডিসেম্বর ১৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.