Lead

শনিবার মহাষষ্ঠী দিয়ে শুরু দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলোতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। আগামীকাল শনিবার (১ অক্টোবর) ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

সারাদেশে এবার ৩২ হাজার ২৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এরমধ্যে রাজধানীতে ২৪২টি মণ্ডপ রয়েছে। এর মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মন্দির, ধানমন্ডি পূজামণ্ডপ ও বনানী সর্বজনীন পূজামণ্ডপকে বিশেষ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ঢাকার বৃহত্তর মন্দির হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, রমনা কালী মন্দির, উত্তরা সর্বজনীন পূজামণ্ডপ, বসুন্ধরা সর্বজনীন পূজামণ্ডপ এবং কৃষিবিদ ইনস্টিটিউটের পূজামণ্ডপ। এছাড়া ২ তারকা চিহ্নিত ৮৬টি পূজামণ্ডপ, এক তারকাবিশিষ্ট ৭৭টি এবং সাধারণ শ্রেণির ৬১টি পূজামণ্ডপ রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, মঞ্চ তৈরি ও প্রতিমাকে কাপড় পরানোর কাজ শেষ হয়েছে। কোথাও কোথাও প্রতিমাকে সাজিয়ে তোলার কাজও চলছে। মন্দিরের চারপাশও সাজানো হয়েছে বাহারি নকশায়। মন্দিরের প্রধান ফটকসহ অন্যান্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে।

পূজা উদযাপনকে ঘিরে সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশের পূজা পণ্ডপগুলোতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। রাত পোহালেই আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, ৫ অক্টোবর (বুধবার) বিসর্জনের মধ্য শেষ হবে। শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা উদযাপনের আশা করছি আশা করছি আমরা।’