আন্তর্জাতিক

শনিবার পাকিস্তানের নির্বাচন

pakisthan_election_introঢাকা জার্নাল: ১১ মে শনিবার পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রচারাভিযান করেছেন প্রাথীরা। কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী সরকার প্রধান তা নিয়ে এরইমধ্যে জমে উঠেছে আলোচনা।

পাকিস্তানে বিগত ৬৬ বছরের ইতিহাসে বেসামরিক সরকারের মাধ্যমে এই প্রথম কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের আগ মুহুর্তে এই পর্যন্ত বিভিন্ন সহিংসতায় ১০০ জনের মত মানুষ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলী হায়দারকে একটি নির্বাচনী সমাবেশ থেকে অপহরণ করা হয়েছে।

গিলানি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার দল পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী আলী হায়দারকে মুলতান থেকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছে।

এদিকে শনিবারের সাধারন নির্বাচনে নিজে প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। মঙ্গলবার লাহোরে প্রচারাভিযানে মঞ্চে ওঠার লিফট ভেঙে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ইমরান হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা তাকে নড়াচড়া করতে নিষেধ করলেও ইমরান খান ইসলামাবাদের সৌকত খানম হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেষ মুহুর্তের প্রচারণায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এরইমধ্যে বিভিন্ন জরিপে নওয়াজ শরীফের মুসলিম লীগ ও ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

সূত্রঃ বিবিসি ও আলজাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.