খেলা

লেভান্ডভস্কির মাইলফলকের রাতে বার্সার দাপুটে জয়

ঢাকা জার্নাল ডেস্ক

রবার্ট লেভান্ডভস্কির গোল আর বার্সেলোনার জয়, স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের সবচেয়ে পরিচিত দৃশ্য হয়ে উঠেছে এটাই। সমর্থকরা সেই দৃশ্য দেখতে পেলেন আরও একবার। দলের হয়ে জোড়া গোল করলেন লেভান্ডভস্কির, বার্সাও তুলে নিলো সহজ জয়। রবিবার রাতে ঘরের মাঠে সেভিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে হানসি ফ্লিকের শিষ্যরা।

ঘরের মাঠে বার্সার জয় প্রায় নিশ্চিত হয়ে যায় প্রথমার্ধেই। ২৪ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দেন লেভা। ৩৯ মিনিটে ডাবলস পূরণ করেন পোলিশ স্ট্রাইকার। লেভার দুই গোলের মাঝে ২৮ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ম্যাচটা কার্যত শেষ হয়ে গেছে ওখানেই।

দ্বিতীয়ার্ধে সেভিয়া কোনো অলৌকিক প্রত্যাবর্তন করতে পারে কিনা সেটিই দেখার ছিল। কিন্তু বিস্ময়কর কিছু ঘটেনি। বরং ম্যাচের শেষ দিকে সেভিয়া হজম করে আরও দুটি গোল। শেষ সময়ে জোড়া গোল করেন পাবলো তোরে। ৮৭ মিনিটে অবশ্য বার্সাকে একটি গোল ফিরিয়ে দেন সেভিয়া ফরওয়ার্ড স্ট্যানিস ইদুম্বো।

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে দশম ম্যাচে এটা বার্সেলোনার নবম জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল সাবেক চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট বার্সার। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা আতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২০ পয়েন্ট।

সহজ জয়ের ম্যাচে বার্সার আরও প্রাপ্তি আছে। ৩৪৯ দিন পর মাঠে ফিরেছেন দলটির তরুণ মিডফিল্ডার গাভি। কিন্তু লেভার পারফরম্যান্স আড়াল করে দিয়েছে তার ফেরা। এদিন আরেক ইতিহাস গড়েছেন পোলিশ স্ট্রাইকার। লিওনেল মেসি (৪৯৬) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর (৪৯৫) পর ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে গেলেন লেভান্ডভস্কি (৩৬৬)।