আন্তর্জাতিক

লংমার্চে ইমরান খানকে গুলি

প্রাণে বেচে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। লংমার্চ চলাকালে তাকে লক্ষ করে বেশ কয়েকটি গুলি করা হয়। যদিও ওই গুলি লেগেছে তার পায়ে। পরে আহত অবস্থায় ইমরানকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটে। এদিকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিটিআইয়ের একটি সূত্র।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান খানের কর্মী-সমর্থকদের বরাতে এ খবর দিয়েছে ডন ও স্কাই নিউজ। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানান, ইমরান খানকে টার্গেট করে গুলি করা হয়েছে। ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে তার পায়ে তিন থেকে চারটি গুলি করা হয়। তিনি আরো জানান, ওয়াজিরাবাদের পিটিআই প্রধান ও সিনেটর ফয়সাল জাবেদসহ আরো তিনজন এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন।

আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান।