uncategory

রেলমন্ত্রী অসুস্থ

rail_montriঢাকা জার্নাল: সিঙ্গাপুরে চিকিৎসাধীন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিঙ্গাপুরে তার খোঁজ-খবর নিয়ে অবস্থার উন্নতির বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দুপুরে সিঙ্গাপুরে যোগাযোগ করা হয়েছে। এখন শারিরীক অবস্থা তুলনামূলক ভালো’।

জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে রেলমন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গ্যাস্ট্রোলজির সমস্যার কারণে ওইদিন রাত ১০টার দিকে কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করানো হয়। সিএমএইচ-এ জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়।

সিঙ্গাপুরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া। রেলমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ১৮, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.