Leadশিক্ষা-সংস্কৃতি

রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সাত বাসে আগুন

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী মাইন উদ্দিন আহমেদের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে সাতটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। বাসের ধাক্কায় নিহত মাইন উদ্দিন আহমেদ একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইদা পরিবহনের একটি বাসে উঠতে গেলে মাইন উদ্দিনকে উঠতে বাধা দেওয়া হয়। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির অনাবিল পরিবহনের আরেকটি বাস শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ৭টি বাসে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার পর কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়। বাস চালককে গ্রেফতার করার চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে।