শীর্ষ সংবাদ

রানার পক্ষে কাজ করবেন না কোনো আইনজীবী

image_1073_166161ঢাকা জার্নাল: সাভারের রানা প্লাজা ধসে কয়েকশ’ মানুষের মৃত্যুর ঘটনায় ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়ার পর সে নিজেকে যুবলীগ নেতা এবং সভারের সংসদ সদস্য তৌহিদ জং মুরাদের ঘনিষ্ট বলে স্বীকার করেছেন৷

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে যাশোরের বেনাপোল সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে র‌্যাব৷ এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে ঢাকা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷

র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান জানান, রানা গত বুধবার সাভারের ঐ ঝঁকিপূর্ণ ভবনে শ্রমিকদের ঢুকতে বাধ্য করেছিলেন৷ আর তার ফলে ভবন ধসে এতগুলো মানুষের মৃত্যু হয়৷

তিনি জানান, রানা বেনাপোল হয়ে পাশের একটি দেশে পালানোর চেষ্ট করছিলেন৷ কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে দেয় র‌্যাব গোয়েন্দারা৷ তাকে পালানোর চেষ্টায় সহায়তাকারী তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে৷

ঢাকা জেলা পুলিশ জানায়, সোমবার আদালতে হাজির করে রানার রিমান্ড চাওয়া হবে৷ এরপর শুরু হবে তাকে জিজ্ঞাবাদ করা৷

এদিকে, আটক হওয়ার পর সোহেল রানা জানান যে, যুবলীগের নেতা এবং সাভারের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ তার ঘনিষ্ঠ৷

সোহেল রানা জানান, ঘটনার সময় তিনি ভবনের পিছনের দিকে আন্ডার গ্রাউন্ডে তার অফিসে ছিলেন৷ ধসে আটকা পরলে লোকজন তাকে উদ্ধার করে আশুলিয়ার ইনসাফ হাসপাতালে পাঠায়৷ সেখানে ২ ঘণ্টা চিকিৎসা নেয়ার পর রানা পালিয়ে যান৷ তার দাবি, সে পৌরসভা থেকে অনুমোদন নিয়েই ভবনটি নির্মাণ করেছেন৷

র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্ণেল জিয়াউল আহসান জানান, রানা ইনসাফ হাসপাতাল থেকে পালিয়ে ঢাকার মোহাম্মদপুরে এক বন্ধুর বাসায় রাতে থাকেন৷ পরদিন প্রথমে মানিকগঞ্জ চলে যায় তিনি৷ তারপর মানিকগঞ্জ থেকে মাইক্রোবাসে ফরিদপুর এবং যশোরের ঝিকরগাছা হয়ে বোনাপোল পৌঁছান সোহেল রানা৷ বেনাপোলের বলফিল্ড এলকায় তার এক দূর সম্পর্কের আত্মীয় শাহ আলম মিঠুর বাসায় তিনি অবস্থান করছিলেন পাশের দেশে পালিয়ে যাবার জন্য৷ র‌্যাব যখন তাকে গ্রেপ্তার করে, তখন তিনি সেই বাসায় বসে টেলিভিশন দেখছিলেন৷ র‌্যাব মিঠুকেও গ্রেপ্তার করেছে বলে খবর৷

ওদিকে, ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা সোহেল রানাকে আইনী সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, এত মানুষের প্রাণ গেছে যার কারণে তার জন্য কোনো আইনজীবীই কাজ করতে রাজি নন৷ তারা সোমবার এজন্য বৈঠকও ডেকেছেন৷ এই বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে আইনী সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে৷

সূত্র: ডয়েচে ভেলে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.